Khoborerchokh logo

৩৯ হাজার আসামি জামিন পেয়েছেন ভার্চুয়াল আদালতে । 355 0

Khoborerchokh logo

৩৯ হাজার আসামি জামিন পেয়েছেন ভার্চুয়াল আদালতে ।

গত ২৫ কার্যদিবসে সারা দেশে অধস্তন আদালতে ভার্চুয়াল শুনানিতে জামিন পেয়েছেন ৩৯ হাজার ২০২ জন আসামি।
গতকাল শনিবার (২০ জুন)২০২০ইং গণমাধ্যমকে এতথ্য নিশ্চিত করেন সুপ্রিম কোর্টের মুখপাত্র ও বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান।
তিনি জানান, এর মধ্যে গত ১৪ জুন থেকে ১৮ জুন পর্যন্ত সারা দেশে অধস্তন আদালতে ভার্চুয়াল শুনানিতে ১২ হাজার ৬৯৭ টি জামিন-দরখাস্ত নিষ্পত্তি এবং ৬ হাজার ৪৭ জন আসামির জামিন মঞ্জুর হয়েছে।
আর গত ১১ মে থেকে ১৮ জুন পর্যস্ত মোট ২৫ কার্যদিবসে সারা দেশে অধস্তন আদালতে ভার্চুয়াল শুনানিতে মোট ৭৩ হাজার ১১৬টি জামিন-দরখাস্ত নিষ্পত্তি এবং ৩৯ হাজার ২০২ জন আসামির জামিন মঞ্জুর হয়েছে বলে এই কর্মকর্তা জানান।
তিনি বলেন, ১৮ জুন পর্যন্ত মোট ২৫ কার্যদিবসে ভার্চুয়াল আদালতের মাধ্যমে মোট জামিন প্রাপ্ত শিশুর সংখ্যা ৫৩৬ জন। এ পর্যন্ত আভিভাবকের নিকট বুঝিয়ে দেওয়া হয়েছে ৪৭১ জন শিশুকে।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com